চাপাতি দিয়ে চাঁদাবাজি, মারধর করে পাঁচলাইশে ধরা ২ যুবক

আলোকিত প্রতিবেদক নগরের পাঁচলাইশে চাঁদা দাবির অভিযোগে মো. জিকু (২৫) ও মো. মিজান (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দিনদুপুরে মেয়রের এপিএসকে অপহরণ করতে গিয়ে ধরা ৫ যুবক

শনিবার (৬ আগস্ট) রাত ১টায় মুরাদপুর ১ নম্বর রেল গেট জামাল কলোনির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা মাসুদ আলম (৩৭) নামে এক ব্যক্তির কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। শনিবার (৬ আগস্ট) দুপুরে ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে আসামি জিকু চাপাতি দিয়ে তাকে হত্যা করার হুমকি দেয়। পরে অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এনইউএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!