নোংরা পরিবেশে খাবার তৈরি করে মিরসরাই ক্যাফে—নেই লাইসেন্সও

মিরসরাইয়ে লাইসেন্স না থাকা এবং নোংরা পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অপরাধে ‘মিরসরাই ক্যাফে’ নামক এক রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় একটি এসকেভেটর জব্দ করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ড ও সুফিয়া রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

আরও পড়ুন: নোংরা পরিবেশে খাবার বানায় অমিত ফুড, ধরল সিটি করপোরেশন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্স না থাকা এবং নোংরা পরিবেশে খাদ্যপণ্য বিক্রি করায় মিরসরাই ক্যাফে রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে ক্যাফেতে বসে আড্ডা দেওয়ার শিক্ষার্থীদের সতর্ক এবং অভিভাবকদের এসব ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

এদিকে একই অভিযানে উপজেলার সুফিয়া রোড় এলাকায় কৃষি জমির মাটি কাটার অপরাধে একটি এসকেভেটর জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, আজ (সোমবার) দুপুরে লাইসেন্স না থাকা এবং নোংরা পরিবেশে খাবার তৈরি করায় মিরসরাই ক্যাফেকে ৫০ হাজার টাকা জরিমানা এবং কৃষি জমির মাটি কাটার অপরাধে একটি এসকেভেটর জব্দ করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!