নোংরা পরিবেশে খাবার বানায় অমিত ফুড, ধরল সিটি করপোরেশন

নগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর, বাদাম, ডালভাজা, মোয়া, মুড়ি, তিলের টফি, পপ কর্ণসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করায় অমিত ফুড প্রোডাক্টস কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করা হয়। পাহাড়তলীর বার কোয়াটার এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: মাদারবাড়ির রায়হান ফুডস মিষ্টি বানায় নোংরা পরিবেশে

বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, অমিত ফুড প্রোডাক্টস কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে বাজারজাত করায় প্রতিষ্ঠানের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!