নার্স সেজে মমতা ক্লিনিকে মায়ের কোল থেকে নিয়ে গেল নবজাতক

নগরের বন্দরটিলা মমতা ক্লিনিক থেকে ১ দিনের নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : মানবিক পুলিশ—‘মা ভিক্ষুক’, নবজাতকের দায়িত্ব নিজের কাঁধে নিলেন ওসি

চুরি হওয়া শিশু আনোয়ারা উপজেলার গহিরা এলাকার শহিদুল ইসলামের ছেলে। তারা নগরের চরপাড়া শুক্কুর বিল্ডিংয়ে ভাড়া থাকেন।

শিশুর বাবা শহিদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় স্ত্রী তাসনিম আক্তারকে মমতা ক্লিনিকে ভর্তি করি। একইদিন বেলা সাড়ে বারোটায় সিজারে ছেলে শিশুর জন্ম হয়।

তিনি বলেন, একদিন কেবিনে থাকার পর আজ (রোববার) সন্ধ্যা সাতটার দিকে এক মহিলা নার্স সেজে আসেন। তিনি টিকা দেওয়ার কথা বলে দুই স্বজনসহ শিশুকে দ্বিতীয় তলা থেকে নিচে নিয়ে যান। এসময় ওই মহিলা নবজাতকের দুই স্বজনকে টিকার কার্ড সংগ্রহ করতে পাঠিয়ে বাচ্চাকে নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে ইপিজেড থানার ওসি আব্দুল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনা শুনে আমরা দ্রুত ক্লিনিকে এসেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

এনইউএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!