নলুয়ায় জ্বালাকুমারী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

সাতকানিয়া নলুয়ায় নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।

গীতা পাঠ, মহতি ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রোববার (২৬ মার্চ)। রাতে মন্দির প্রাঙ্গনে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবলা দাশ।

আরও পড়ুন: প্রভু জগদ্বন্ধুর সুন্দরের আবির্ভাব তিথিতে নাহা বাড়িতে নানা আয়োজন

সভায় প্রধান ধর্মীয় আলোচক ছিলেন পটিয়া চক্রশালা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রণনাথ ব্রহ্মচারী। বিশেষ আলোচক ছিলেন পটিয়া মোহানন্দ সেবাশ্রমের শ্রীমৎ স্বামী নরেশ্বরানন্দ অবদূত মহারাজ।

সুপম দাশের উপস্থাপনায় অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম। স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজীব দাশ।

পরদিন সোমবার (২৭ মার্চ) মায়ের পূজা, গীতাপাঠ, বিশ্বশান্তি কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ, মায়ের ভোগ নিবেদন, অন্নপ্রসাদ বিতরণ ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এদিন অসংখ্য ভক্ত নর-নারীর সমাগম ঘটে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!