নতুন ব্রিজে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেল বেপরোয়া হিউম্যান হলার—রক্তাক্ত ৫

বেপরোয়া গতিতে কারণে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কায় একটি হিউম্যান হলার (মিনিবাস) উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ির ড্রাইভার-সহকারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

রোববার (২৮ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে নগরের শাহ আমানত সেতু সংলগ্ন সড়কের বাকলিয়া এক্সেস রোডের মুখে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, নগরের নতুন ব্রিজ এলাকা থেকে দেওয়ানহাটগামী এ হিউম্যান হলার (চট্টমেট্রো-ছ-১১-১০২০) বাকলিয়া এক্সেস রোডের মুখে আড়াআড়িভাবে উল্টে পড়ে আছে। গাড়িটির গ্লাস ভেঙ্গে গেছে। এতে প্রায় ১ ঘণ্টা ধরে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শী জালাল বলেন, ভোর সোয়া ৬টার দিকে ৪ নম্বর মিনিবাসটি অ্যাক্সিডেন্ট করেছে। নতুন ব্রিজের দিক থেকে বেপরোয়া গতিতে এসে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিয়ে গাড়িটি উল্টে যায়। ড্রাইভার এবং সহকারীসহ ৫ জন যাত্রী ছিল এ হিউম্যান হলারে। দুর্ঘটনায় সবাই আহত হয়েছেন বলেও জানান তিনি।

আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!