করোনা—রোগীদের মধ্যে ডেলটা ভেরিয়েন্ট, নতুন বিধিনিষেধের ইঙ্গিত

বিধিনিষেধ নতুন করে দেওয়ার চিন্তা আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৭ জানুয়ারি) মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

আর পড়ুন: ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেভাবে করোনা বাড়ছে তাতে স্বাস্থ্যবিধি যারা মানছে না তাদের ওপর সরকার কঠোর হবে। ওমিক্রন বেশি ক্ষতিকর না, এটা ভুল ধারণা। এখন অনেকেই ডেলটা ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছে। সতর্ক না হলে ডিজাস্টার হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!