ধর্ষণ করে হুমকি—১১ মাস পর নাসিরাবাদে ধরা পড়ল ধর্ষক

বাঁশখালীতে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনার ১১ মাস পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (৬ জুন)  বিকেল ৪ টার দিকে  নগরের খুলশী থানা এলাকার পূর্ব নাসিরাবাদের তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে মো. রশিদ আহাম্মদ (৫৫)।

র‌্যাব জানায়, ২০২১ সালের ১৯ জুলাই ৭ বছরের শিশু মায়ের সঙ্গে  বাঁশখালী থানার বাহারছড়া এলাকায় বেড়াতে যায়। এদিন দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলার সময় ধর্ষক মো. রশিদ আহাম্মদ ফুসলিয়ে  তাকে ঘরে নিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন: ‘আয়নাবাজি’ আড়ালে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন জেলে কাটবে ভণ্ড পীরের

পরে এ ঘটনা শিশুটি  মাকে জানালে তাকে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়। এরপর শিশুর বাবা বাদী হয়ে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেন।

মামলার পর ধর্ষক মো. রশিদ আহমদ পলাতক অবস্থায় শিশুর পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার জানান, সোমবার (৬ জুন) গোপন সংবাদে নগরের খুলশী থানার পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকা থেকে মো. রশিদ আহম্মদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!