বারবার স্থান পরিবর্তন—৮ বছর পর ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী জাশেদ

রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী মো. জাশেদ মিয়া চৌধুরী ((৪৭) প্রকাশ জাশেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে ফেনী জেলার মহিপাল থেকে তাকে গোপন সংবাদের অভিযানে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাশেদ রাঙ্গুনিয়া উপজেলার পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির আব্দুল মান্নান চৌধুরীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ নভেম্বর রাঙ্গুনিয়ায় মাহবুব নামের এক বালু ব্যবসায়ীকে খুন করে জাশেদ ও তার সঙ্গীরা। এ ঘটনায় নিহত মাহবুবের স্ত্রী রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর ছায়াতদন্ত শুরু করে র‌্যাব।

আরও পড়ুন: রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী তৌহিদ গ্রেপ্তার

র‌্যাব-৭ এর সিনিয়র পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, মাহবুব হত্যাকাণ্ডের পর জাশেদ প্রায় ৮ বছর বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। তিনি খুবই চালাক প্রকৃতির লোক। গ্রেপ্তার এড়াতে তিনি এক জায়গায় বেশিদিন অবস্থান করতেন। গোপন সংবাদে অভিযান পরিচালনা করে তাকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও ডাকাতি, চাঁদাবাজিসহ ৪টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞসাবাদে জাশেদ মাহবুবকে খুন করার কথা স্বীকার করেছেন। এর আগে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল বলে জানান। আইনি প্রক্রিয়া শেষে জাশেদকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!