প্রশাসনের চোখ এবার গাড়িতে, যাত্রীর পকেট কাটতে গিয়ে ধরা খেল সোহাগ—শ্যামলী পরিবহন

নগরে বিভিন্ন অপরাধে ৭টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ এপ্রিল) নগরের মিমি সুপার মার্কেট ও দামপাড়া বাস কাউন্টারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযানে নেতৃত্ব দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করা ও অবৈধ বিদেশি প্রসাধনী বিক্রি করার দায়ে মিমি সুপার মার্কেটের চার দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ধরা খেল জামালখানের গ্র্যান্ড সিকদার রেস্টুরেন্ট, পচা-বাসি খাবারের আড়ত

এছাড়া একই অভিযানে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় দামপাড়া সোহাগ পরিবহনকে ২ হাজার টাকা ও শ্যামলী এন আর ট্রাভেলস কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানাসহ সাত মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, বিভিন্ন অপরাধে মিমি সুপার মার্কেটের চার দোকানকে ২০ হাজার টাকা ও দামপাড়র দুটি বাস কাউন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঈদের কেনাকাটা ও যাত্রা সহজ করতে নিয়মিত মাঠে থাকবে জেলা প্রশাসন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব দোকান ও গণপরিবহনকে মূল্য তালিকা প্রদর্শণ ও ন্যায্য দামে পণ্য ও টিকিট বিক্রির অনুরোধ করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!