জেলায় জেলায় ১৫ বছর, ধরা খেল যাবজ্জীবন দণ্ডের আসামি

খুন-ডাকাতি মামলার যাবজ্জীবন সাজা কাঁধে নিয়ে দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থাকা মো. আব্বাস হায়দার ইমন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ জুন) নগরের চান্দগাঁও থানার মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

আরও পড়ুন : চট্টগ্রামে দিনদুপুরে গুলি করে পালানো ৩ খুনির যাবজ্জীবন জেল

র‌্যাব জানায়, গ্রেপ্তার আব্বাস হায়দার ইমন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং এলাকার মৃত ফিরোজ আহমেদের ছেলে। তিনি কুতুবদিয়া থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ ১৫ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমনকে মুরাদপুর এলাকা থেকে গোপন সংবাদে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পরিচয় গোপন করেন ১৫ বছর ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন বলে জানায়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!