দ্বিগুণ দামে পেঁয়াজ বেচায় ৭ ব্যবসায়ীর শাস্তি

ফটিকছড়িতে নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করায় সাত ব্যবসায়ীকে ১ লাখ ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে নাজিরহাট বাজার ও বিবিরহাট বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

আরও পড়ুন : চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বেচতে গিয়ে ৬ ব্যবসায়ী ধরা

জানা যায়, অভিযানে নাজিরহাট বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সাহাব উদ্দিন ও রাশেদুল আলমকে ৫০ হাজার করে ১ লাখ টাকা ও কয়েকজন খুচরা ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, দোকানে মূল্য তালিকা না রাখা ও নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ৭ ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৫৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এসএমএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!