স্কুলছাত্রীর লাশ পড়ে ছিল খাটে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নগরের মাস্টারপুলে জয়ন্তী দাশ (১৪) নামে দশম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার মাবুদ ম্যানশনের চতুর্থ তলার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চেম্বারে ঝুলছিল চিকিৎসকের লাশ, বাড়িছাড়া করতেই খুন—বললেন স্ত্রী

নিহত জয়ন্তী দাশ (১৪) বাকলিয়া এলাকার স্বপন দাশের মেয়ে। সে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পিসিত ভাই নয়ন দেব আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার মামা-মামী দুজনই চাকরিজীবী। সকালে দুজনই চাকরিতে চলে যান। বাসায় জয়ন্তী একা ছিল। বেলা সাড়ে ১২টার দিকে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে মামা-মামী বাসায় এলে খাটের ওপর অচেতন অবস্থায় জয়ন্তীকে দেখতে পায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গাছের ডালে ঝুলছিল ঋণে জর্জরিত যুবকের লাশ

এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, জয়ন্তী নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের ধারণা জয়ন্তী বিষপানে আত্মহত্যা করতে পারে। তবে এ ধরনের আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!