দগ্ধ খালেদুর করোনা আক্রান্ত, বার্ন ইনস্টিটিউট থেকে ঢাকা মেডিকেলে

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন খালেদুর রহমানের (৫৮) করোনা শনাক্ত হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি।

করোনা শনাক্ত হওয়ায় খালেদুরকে সোমবার (৬ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। খালেদুরের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: বিএম ডিপোর সার্বিক বিষয় সরাসরি তদারকি করছেন প্রধানমন্ত্রী : ত্রাণ প্রতিমন্ত্রী

এদিকে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!