ত্রাণ নিয়ে কুড়িগ্রামের বন্যার্তদের পাশে চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবলীগের সাবেক সদস্য হাসান মুরাদ বিপ্লব।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্ববানে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

শনিবার (২ জুলাই) সকালে উলিয়াপুর উপজেলার ২ নম্বর ইউনিয়ন দলদিয়া, রাতদেব, গফুরা, টুটা পাইকর ও বোলদ্বার পাড়ের বন্যার্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে অগ্নিদগ্ধদের ত্রাণ—ওষুধ দিলেন উত্তর জেলা মহিলা লীগের ৪ নেত্রী

এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর দলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী সরকার, ইউনিয়ন যুবলীগ সভাপতি নুর আমিন সরকার, যুবলীগ নেতা মাঈদুল ইসলাম, ইউপি সদস্য নুরজামান, আবদুর রাজ্জাক, নগর যুবলীগের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন সাকু, নঈম উদ্দিন খান, তানভীর আহমেদ রিংকু, জসিম উদ্দিন মিঠুন, মো. জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান, আব্দুল মতিন, মো. এনাম, মো. সোহেল হক, ছাত্রলীগ নেতা শফিউল আলম জনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সালাউদ্দিন, কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা মো. সৈকত, মো. সৌরভ ও রিয়াদ।

ত্রাণ বিতরণকালে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!