চট্টগ্রামে অগ্নিদগ্ধদের ত্রাণ—ওষুধ দিলেন উত্তর জেলা মহিলা লীগের ৪ নেত্রী

সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিদগ্ধে আহতদের ত্রাণ এবং ওষুধ দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের চার নেত্রী।

বুধবার (৮ জুন) বিকেল ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে এসব ত্রাণ ও ওষুধ বিতরণ করেন সংগঠনের সহসভাপতি রুমানা নাসরিন, সাংগঠনিক সম্পাদিকা রেজোয়ানা সারমিন, সদস্য লিপি দেওয়ানজী ও পারভিন আকতার।

আরও পড়ুন: চমেকে ছাত্রলীগের হেল্পডেক্স—বিনামূল্যে দিচ্ছে ওষুধ, রক্তও

এসময় তাঁরা বলেন, আমাদের নেত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা মানবিক কাজে যুক্ত থাকার নির্দেশনা দিয়েছেন। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সীতাকুণ্ড ট্রাজেডিতে নিহত পরিবারের কাছে আমাদের সমবেদনা জানানোর ভাষা নেই। যারা চিকিৎসাধীন আছেন আমরা তাদের পাশে আছি এবং থাকব।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!