ঢাকায় পৌঁছে কোয়ারেনটাইনে লঙ্কানরা

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সুপার লিগ খেলতে ঢাকা পৌঁছেছে শ্রীলঙ্কা। রোববার (১৬ মে) সকালে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে হোটেল সোনারগাঁওয়ে উঠেছে।

এখানে কুশল পেরেরার দলকে তিন দিন রুম কোয়ারেনটাইনে থাকতে হবে। এরপর কোয়ারেনটাইনে থাকাকালীন দুইবার ও কোয়রেনটাইনের পরে দুইবার করোনা পরীক্ষা করানো হবে। ফল নেগেটিভ এলেই ১৯ মে থেকে অনুশীলনের সুযোগ পাবেন তারা।

মিরপুরের একাডেমি মাঠে তারা ১৯ ও ২০ অনুশীলন করবেন। পরের দিন বিকেএসপিতে খেলবে প্রস্তুতি ম্যাচ। মাঝের একদিন অনুশীলন করে ২৩ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিবারাত্রির তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে পেরেরা-মেন্ডিসরা। সিরিজের বাকি দুটি ম্যাচও মিরপুরে ২৫ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।

এদিকে ভারত থেকে ফিরে কোয়ারেনটাইনে থাকা সাকিব ও মুস্তাফিজ ১৮ মে থেকে দলের সাথে যোগ দেবেন বলে জানা গেছে। তাদের ১৪ দিনের কোয়ারেনটাইন ২১ মে শেষ হওয়ার কথা থাকলেও ম্যাচের কথা বিবেচনা করে বিসিবি কোয়ারেনটাইনের সময় কমিয়ে আনতে চাইছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!