‘টিকা নিয়ে সুখবর আছে’

টিকা নিয়ে সুখবর আছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, টিকা নিয়ে বড় সুখবর আছে। আমরা এ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ টিকা পাবো।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: এসএমএস ছাড়াই দেওয়া যাবে টিকা!

এক প্রশ্নের উত্তরে ড. আব্দুল মোমেন বলেন, বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করছি। টিকা নিয়ে ‘বড়’ সুখবর আছে। এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ টিকা পাবো। যুক্তরাষ্ট্র থেকে আসবে আরও ৫০ লাখ টিকা।

ড. মোমেন বলেন, উন্নত একটি দেশ টিকা ব্যবহার করতে না পেরে ফেলে দিচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘন। আমরা বলে আসছি, টিকা পাবলিক গুড, কেউ এটা নষ্ট করতে পারে না। এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!