ব্যাংকের টাকা মারল মেহেদী টাওয়ারের মালিক, বউ—জামাইকে যেতে হবে জেলে

ঋণখেলাপির মামলায় নগরের মেহেদী টাওয়ারের মালিক ফরিদ উদ্দিন মাহমুদ ও তাঁর স্ত্রী শায়লা খান মাহমুদকে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (২৬ জুন) চট্টগ্রাম অর্থঋণ আদালত মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

আরও পড়ুন : ব্যাংকের ১২৮ কোটি টাকা মেরে দিল বলাকা গ্রুপের মালিক, ক্রোক হবে সম্পক্তি

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আলী আজগর চৌধুরী। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘মেহেদী টাওয়ারের মালিক ও মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন মাহমুদ এবং তাঁর স্ত্রী শায়লা খান মাহমুদ উভয় প্রতিষ্ঠানের নামে ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখা থেকে ১৩ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ৩৯৭ টাকা ঋণ নেন। নির্দিষ্ট মেয়াদে ঋণের সম্পূর্ণ পাওনা টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আদালতে তাঁদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশের আবেদন করে। আদালত শুনানি শেষে ফরিদ উদ্দিন মাহমুদ ও শায়লা খান মাহমুদের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকের আদেশ দেন। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও বলেন, ব্যাংকের পক্ষে মামলা পরিচালনায় সহযোগিতা করেন অ্যাডভোকেট আমান আকবর চৌধুরী।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!