আনোয়ারায় বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগিয়ে জরিমানা খেলেন চেয়ারম্যান প্রার্থী

আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা গুনেছেন হাইলধর ইউনিয়নের আবু তাহের নামের এক চেয়ারম্যান প্রার্থী। বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে পোস্টার লাগানোয় তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।

এছাড়া একই অপরাধে সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী কল্যাণ দাশকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : আচরণবিধি না মেনে জরিমানা খেলেন ৩ প্রার্থী

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে পোস্টার লাগানোর দায়ে হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরকে ৫ হাজার টাকা এবং ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী কল্যাণ দাশকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মানার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি নির্বাচনি প্রচারণায় বা কোনো প্রকার আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!