আচরণবিধি না মেনে জরিমানা খেলেন ৩ প্রার্থী

আনোয়ারায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে জরিমানা গুনলেন ৩ সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে বটতলী, বৈরাগ এবং কালাবিবি এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৬ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন : আলোকিত চট্টগ্রামে প্রতিবেদন, আওয়ামী লীগের অ্যাকশন—৭ বিদ্রোহী বহিষ্কার আনোয়ারায়

তিন প্রার্থী হলেন- চাতরী ইউনিয়নের আবুল মনচুর, বৈরাগের মো. ওসমান ও বটতলীর আবদুল মাবুদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, ‘প্রার্থী ও প্রার্থীর সমর্থকরা অতিরিক্ত মাইকিং ও গাড়ির ব্যবহারে নির্বাচনি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে নির্বাচনি আচরণবিধির মানার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কেউ যদি নির্বাচনি প্রচারণায় বা কোনোপ্রকার আচরণবিধি লঙ্ঘন করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!