ছেঁড়াদ্বীপের কেয়াবনে বস্তায় বস্তায় মাদক

সেন্টমার্টিন দ্বীপের কেয়াবন ও টেকনাফ বাস টার্মিনালে পৃথক অভিযানে ক্রিস্টাল মেথ, বিদেশি মদ, ইয়াবাসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে মিয়ানমার থেকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ হয়ে বাংলাদেশে পাচারের সময় মাদকের একটি চালান জব্দ করে বাংলাদেশ কোস্টগার্ড (পূর্ব জোন)। ছেঁড়াদ্বীপের কেয়াবনে লুকিয়ে রাখা ২১টি পরিত্যক্ত বস্তা থেকে এসব মাদক পাওয়া যায়। এতে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও সাড়ে ৩০০ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি মদের মধ্যে ১৮০ বোতল গ্রান্ড রয়েল ও ইয়ানগোন রাম ১৭০ বোতল।

আরও পড়ুন : ছেঁড়া দ্বীপের কেয়াবনে বস্তাভর্তি বিদেশি মদ

তিনি আরও বলেন, একইদিন বেলা ১২টার দিকে অপর এক অভিযানে কক্সবাজারে পাচারের সময় টেকনাফ বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা পায়রা সার্ভিসের একটি লোকাল বাসে তল্লাশি করে টুল বক্সে রাখা তিনটি প্যাকেট থেকে ৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়। এসময় বাসের চালক মো. জসীম (৩০) এবং হেলপার খালেদ মোর্শেদকে (২০) আটক করা হয়।

আটকদের এবং জব্দ করা মাদক ও বাস আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!