ছেঁড়া দ্বীপের কেয়াবনে বস্তাভর্তি বিদেশি মদ

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের কেয়াবন থেকে ৫৮৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

শনিবার (১১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এসব মাদক উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভোরের আলো না ফুটতেই পতেঙ্গা সমুদ্রসৈকতে মিলল ২৪ বোতল বিদেশি মদ

বিষয়টি নিশ্চিত করে লে. কমান্ডার বিএন (মিডিয়া) আব্দুর রহমান বলেন, সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্ণাভের নেতৃত্বে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের কেয়াবনে পরিচালিত অভিযানে ৫৮৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিনব কায়দায় ৩৫টি পরিত্যক্ত বস্তায় এসব মাদক লুকিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!