সিআরবিতে যুবককে ছুরি মেরে মোবাইল নিয়ে পালিয়েও ধরা খেল ছিনতাইকারী

নগরে বিপণনকর্মীকে ছুরি মেরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত আবুল হাশেম ওরফে হাসান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ছোরা ও ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (৪ ফেব্রুয়ারি) নগরের সিআরবি এলাকা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: চট্টগ্রামে ছুরি মেরে বন্ধুকে খুন করল যুবক

গ্রেপ্তার হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার তালতলা বাজার এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গত শনিবার সিআরবি এলাকা দিয়ে যাওয়ার সময় আইয়ুব আলী নামের একটি টোব্যাকো কোম্পানির বিপণনকর্মীকে ছুরি মেরে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ে ছিনতাইকারীরা। এ ঘটনার পর ভুক্তভোগী মামলা করলে আজ (রোববার) সকালে ঘটনায় জড়িত হাসান নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ছোরা ও ছিনিয়ে নেওয়া মোবাইল উদ্ধার করা হয়।

ওসি আর বলেন, গ্রেপ্তার হাসানকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!