স্কুলের ছাদ থেকে বল আনতে গিয়ে ছাত্র ফিরল লাশ হয়ে

নগরের বাকলিয়ায় স্কুলের ছাদ থেকে বল কুড়িয়ে আনতে গিয়ে মু. ওমর আকবর (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত একটি দ্বিতীয় তলার ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর আকবর চকবাজার এলাকার ব্যবসায়ী মু. জাহাঙ্গীর আলমের ছেলে। সে বাকলিয়া কর্ণফুলি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া পিকআপের সামনে শিশু, মুহূর্তেই লাশ

তাহসিনের বাবা জাহাঙ্গীর আলম বলেন, সোমবার বিকেলে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাদের পরিত্যাক্ত পানির ট্যাংকে বল আটকে গেলে ওমর সেটি কুড়িয়ে আনতে যায়। এ সময় বল নিতে ওই ট্যাংকের ওপর উঠলে একটি লোহার পাত তার ওপর পড়ে। এ সময় সে মাথায়-বুকে গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি কার্কনের দীঘি জামে মসজিদ ঈদগাহ মাঠে ওমরের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!