চুরির মোবাইল যেভাবে ঢুকে চট্টগ্রামের তামাকুমন্ডিতে, পুলিশের নজরবন্দী ২ যুবকের ধরা

নগরে চোরাই মোবাইল কেনাবেচা চক্রের ২ সদস্যকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৮টি মোবাইল উদ্ধার করা হয়।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানার স্টেশন রোডের ৭ নম্বর বাসার পার্কিং থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রাম রেলস্টেশন ধরা পড়ল মোবাইল আইএমইআই বদলের ‘বড় চক্র’

আটকরা হলেন- আব্দুর রহিম (২৪) ও মিজানুর রহমান রিপন (৩৪)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, স্টেশন রোডের ৭ নম্বর বাসার পার্কিং এলাকায় একজন চোরাই মোবাইল বিক্রির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে আব্দুর রহিম নামের একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানায় বিভিন্ন মোবাইল চোরদের কাছ থেকে কম দামে মোবাইল কিনে মিজানুর রহমান রিপনের কাছে বেশি দামে বিক্রি করে। তার দেওয়া তথ্যে তামাকুমন্ডি লেইন হাসিন টাওয়ারের রুবাইয়া ট্রেডার্স নামের দোকান থেকে মিজানুর রহমান রিপনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৩টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!