চিকিৎসক স্ত্রীর মামলায় পুলিশ স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে চিকিৎসক স্ত্রীর দায়ের করা মামলায় ট্রাফিক সার্জেন্ট স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন।

মামলার আসামি সার্জেন্ট ইকবাল হোসেন বর্তমানে খুলনায় কর্মরত। বাদী ডা. সোনিয়া সামাদ চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় একটি ক্লিনিকের চিকিৎসক হিসেবে কর্মরত।

আরও পড়ুন: মিতু হত্যায় এসপি বাবুলের নারাজি আবেদনের শুনানী শেষ—আদেশ ৩ নভেম্বর

আদালত সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই মিরসরাইয়ের জোরারগঞ্জের বাসায় যৌতুকের জন্য ট্রাফিক সার্জেন্ট ইকবাল হোসেন স্ত্রীকে মারধর করেন। ওইদিন রাতে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে ডা. সোনিয়া সামাদকে উদ্ধার করে।

পরে স্ত্রী সোনিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় স্বামীর বিরেুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মিরসরাই উপজেলার সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত করে ২৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিলে আদালত সন্তুষ্ট হয়ে ট্রাফিক সার্জেন্ট ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!