চালবোঝাই ট্রাকের ধাক্কায় ৪০ ফুট নিচে অটোরিকশা—এসএসসি পরীক্ষার্থী লাশ

বাঁশখালীতে ট্রাকচাপায় অটোরিকশা উল্টে খাদে পড়ে আরকান ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষাথী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ পরীক্ষার্থীসহ ৪ জন আহত হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ৩টায় গণ্ডামারা সেতুতে এ ঘটনা ঘটে।

নিহত আরকান ইসলাম গণ্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাকের আহমদের ছেলে এবং গণ্ডামারা আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের ছাত্র।

আরও পড়ুন : এক হাতে লিখছিল, অন্য হাতে বারবার চোখ মুছছিল এসএসসি পরীক্ষার্থী রিপা

আহতরা হলেন — এসএসসি পরীক্ষাথী উম্মে হাবিবা (১৬), হাবিবা বিনতে নুরী (১৬), মিফতাউল জান্নাত জেনি (১৬) এবং অটোরিকশা চালক রিদুয়ানুল হক (২২)। তাদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গণ্ডামারা সেতুতে চালবোঝাই (চট্ট মেট্রো- ড ১১-০৩০৭) একটি ট্রাক উঠার সময় পেছনে ছিল অটোরিকশা। একপর্যায়ে ট্রাকটি উপরে উঠতে না পেরে পেছনে নেমে এসে অটোরিকশাকে চাপা দিলে গাড়িটি উল্টে ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা একজন নিহত এবং ৪ জন আহত হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার এস আই মো. কায়কোবাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, হতাহতের ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!