হঠাৎ রেললাইনে মধ্যবয়সী নারী, চট্টলা ট্রেনে শরীর ছিন্নভিন্ন

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫০) নামে এক মধ্যবয়সী নারী নিহত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট পৌর সদরের ফেমাস টেইলার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের সাহেব বাড়ির নুরুল হুদার স্ত্রী।

আরও পড়ুন : হাটহাজারীতে ট্রেনে উঠতে গিয়ে শরীর থেকে মাথা ছিন্ন শিশুর

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (সোমবার) সকালে বারইয়ারহাট পৌরসভায় চিকিৎসা নিতে আসেন শিরিনা। রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

বারইয়ারহাট চিনকী আস্তানা রেলস্টেশন মাস্টার মো. সিরাজুল ইসলাম বলেন, নিহহ মহিলা যখন রাস্তা পার হচ্ছিল তখন গেটবার দেওয়া ছিল। তিনি আরও একশ গজ উত্তর গিয়ে হঠাৎ রেললাইনের ওপর উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা ট্রেনের নিচে পড়ে নিহত হন।

রেলওয়ে পুলিশ (জেআরপি) সীতাকুণ্ড পুলিশের এএসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!