ট্রেনের ছাদ থেকে পড়ে পা ছিন্ন, হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না

নগরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহতে হয়েছেন। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ১৮ বছর।

রোববার (২৬ জুন) বিকালে খুলশী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ওই যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বারইয়ারহাটে ট্রেনের ছাদ থেকে পড়ে মুহূর্তেই লাশ যুবক—রক্তাক্ত কিশোর

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (রোববার) বিকাল ৪টার দিকে চলন্ত ট্রেনের ছাদে চড়ে বসে ওই যুবক। ট্রেনটি খুলশী রেলগেট এলাকায় পৌঁছালে উপরে থাকা ডিশ লাইনের তারে লেগে যুবক নিচে পড়ে যায়। এসময় ট্রেনের চাকায় ওই যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায়ও মারাত্মক আঘাত পায়।

পরে খুলশী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) রাজেশ আলোকিত চট্টগ্রামকে বলেন, খুলশী রেলগেট এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!