চট্টগ্রাম মেডিকেলে পুলিশের জালে দালাল শামীম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে থেকে মো. আশরাফ শামীম (২৬) নামে এক দালাল আটক করেছে পুলিশ৷

রোববার (২৬ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে আটক করা হয়।

আটক দালাল আশরাফ হালিশহর থানার মুন্সিপাড়া এলাকার নুর খান চৌধুরী বাড়ির বাসিন্দা মৃত ইউনুসের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রাম মেডিকেলে এবার ধরা খেল নারী দালাল

এ বিষয়ে চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে এক দালালকে আটক করি। পরে তাকে আদালতে পাঠানো হয়। দালালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে লায়লা নাসরিন আহমেদ (৩৪) নামে এক নারী দালাল আটক করে পুলিশ। এর আগে গত ১৮ নভেম্বর বিকেল ৪টার দিকে হাসপাতালের গাইনি বিভাগ থেকে রশিদা বেগম ও রয়েল দে নামে দালালচক্রের দুজনকে আটক করে পুলিশ। তারও আগে ১১ নভেম্বর সকাল সাড়ে দশটায় চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ইফতেখার শাওন (২৯), আলাউদ্দিন প্রকাশ মাসুদ (৪২), মো. সজীব হাওলাদার (২৪), শামীম (২৮) এবং ওমর ফারুক (৩২) নামে পাঁচ দালালকে আটক করে পুলিশ।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!