চট্টগ্রাম মেডিকেলে এবার ধরা খেল নারী দালাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২ দালাল আটকের ২৪ ঘণ্টা পার না হতেই এবার লায়লা নাসরিন আহমেদ (৩৪) নামে এক নারী দালাল আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়।

আটক লায়লা নাসরিন আহমেদ পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া এলাকার রশিদ আহমদের মেয়ে।

আরও পড়ুন : চট্টগ্রাম মেডিকেলে কমছে না দালালের উৎপাত, এবার জালে ২

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে এক নারী দালালকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ বিকেল ৪টার দিকে হাসপাতালের গাইনি বিভাগ থেকে রশিদা বেগম ও রয়েল দে নামে দালাল চক্রের দুজনকে আটক করে পুলিশ। এর আগে ১১ নভেম্বর সকাল সাড়ে দশটায় চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ইফতেখার শাওন (২৯), আলাউদ্দিন প্রকাশ মাসুদ (৪২), মো. সজীব হাওলাদার (২৪), শামীম (২৮) এবং ওমর ফারুক (৩২) নামে পাঁচ দালালকে আটক করে পুলিশ।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!