চট্টগ্রাম মেডিকেলে ধরা খেল নারী দালাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে এক নারী দালালকে আটক করেছে পুলিশ৷

সোমবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ১১ টায় হাসপাতালের গাইনি বহির্বিভাগ থেকে ওই নারী দালালকে আটক করা হয়।

আটক দালাল আলো দাস প্রকাশ রত্না (৪০) পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকার বাবু কলোনির মৃত নিবারন দাসের মেয়ে।

এর আগে রোববার (২৬ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে থেকে মো. আশরাফ শামীম (২৬) নামে এক দালালকে আটক করে পুলিশ৷

আরও পড়ুন : চট্টগ্রাম মেডিকেলে পুলিশের জালে দালাল শামীম

এ বিষয়ে চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে হাসপাতালের গাইনি বহির্বিভাগ থেকে এক নারী দালালকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। হাসপাতালে দালালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে লায়লা নাসরিন আহমেদ (৩৪) নামে এক নারী দালাল আটক করে পুলিশ। এর আগে গত ১৮ নভেম্বর বিকেল ৪টার দিকে হাসপাতালের গাইনি বিভাগ থেকে রশিদা বেগম ও রয়েল দে নামে দালালচক্রের দুজনকে আটক করে পুলিশ। তারও আগে ১১ নভেম্বর সকাল সাড়ে দশটায় চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ইফতেখার শাওন (২৯), আলাউদ্দিন প্রকাশ মাসুদ (৪২), মো. সজীব হাওলাদার (২৪), শামীম (২৮) এবং ওমর ফারুক (৩২) নামে পাঁচ দালালকে আটক করে পুলিশ।

এইআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!