চট্টগ্রামে হেলে পড়া ভবনে তদন্ত কমিটির সদস্যরা

নগরের বায়েজিদ রৌফাবাদ এলাকায় ৪ তলা হেলে পড়া ভবন পরিদর্শন করেছে তদন্ত কমিটির সদস্যরা।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এসময় তারা ভবনসংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের পাশাপাশি ছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন, গণপূর্ত ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা।

আরও পড়ুন : ‘সিডিএর খামখেয়ালি’ বায়েজিদে হেলে পড়ল ভবন, তদন্তে ৭ সদস্যের কমিটি

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেন, ঘটনা তদন্তে গঠন করা ৭ সদস্যের কমিটি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ভবনসংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন। তদন্ত কমিটি প্রয়োজনে চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করবে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, মঙ্গলবারের (২৮ নভেম্বর) মধ্যে ভবন মালিক কাগজপত্র নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করবেন। এরপর যাচাই-বাছাই করে নির্দিষ্ট দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!