চট্টগ্রামে হঠাৎ ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন সেই মাইজভাণ্ডারী

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মহাজোটের তরিকতের প্রার্থী ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন : ফটিকছড়িতে মাঠ ছাড়ছেন না তৈয়ব, ছাড়লেন উপজেলা চেয়ারম্যানের পদ

এসময় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, আমি যদি নির্বাচনের মাঠে থাকি তাহলে ভোটের সমীকরণ ভিন্ন হবে। এখন আমি সরে যাওয়ায় আমার ভোটাররা শেখ হাসিনারা নৌকার বিজয় নিশ্চিতকরণে প্রধান কারণ হতে পারে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোটের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে ফটিকছড়ির সার্বিক উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখার নিমিত্তে আমি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি সবসময় ফটিকছড়িবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকব। আশা করছি আগামী ৭ জানুয়ারি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএম এ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!