চট্টগ্রামে সালামের জবাব না দেওয়ায় নারীকে পিটিয়ে খুন

বাঁশখালীতে সালামের জবাব না দেওয়ায় দিলোয়ারা বেগম (৪৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে।

সোমবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টায় অভিযুক্ত আব্দুর রহমান (৪০) এবং মনি আক্তার (৩০) নামের প্রতিবেশী ভাই-বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ব পুঁইছড়ির মুন্সি মিয়ার স্ত্রী দিলোয়ারা বেগমকে ইসলাম মিয়ার মেয়ে মনি আক্তার গত সোমবার বিকালে সালাম দেন। এসময় দিলোয়ারা সেই সালামের জবাব না দেওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন :বাঁশখালীতে পুকুরে রক্তাক্ত নারী, চোর চিনে ফেলায় খুন?

পরে বিষয়টি মনির ভাই আব্দুর রহমান জানতে পেরে রাত ৮টায় দিলোয়ারার ঘরে গিয়ে কাজে ব্যস্ত থাকা অবস্থায় তাকে হঠাৎ লোহার রড দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে মারধরে আহত দিলোয়ারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টায় দিলোয়ারা তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, খুনের সঙ্গে জড়িত ভাই-বোন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও কেউ মামলা করেনি। লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!