চট্টগ্রামে যে কারণে মাধ্যমিকের বই পেতে দেরি

নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। নতুন কারিকুলামের বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি নিশ্চিন্ত অভিভাবকরা।

সোমবার (১ জানুয়ারি) সকালে নগরের সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুলে বই বিতরণ উৎসব হয়।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বই উৎসব নিয়ে শঙ্কা থাকলেও উৎসবমুখর আয়োজনে বই বিতরণ সম্পন্ন হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সিটি করপারেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্য মেয়র বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের অঙ্গীকার। সেজন্য ধন্যবাদ জানাই। এ উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে। নতুন বইয়ের গন্ধ অন্যরকম। শিক্ষার মানোন্নয়নে আমাদের সরকার বদ্ধপরিকর।

আরও পড়ুন : নতুন স্বপ্নে এলো নতুন বছর

বই উৎসবে চসিকের ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন করে শিক্ষার্থী নতুন বই নেয়। এ বছর চসিকের প্রায় ৬০ হাজার শিক্ষার্থী বিনামূল্যে প্রায় আড়াই লাখ বই পাবে।

জানা যায়, চট্টগ্রামে ২ হাজার ২৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৪ হাজার ৫৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১১ লাখের বেশি ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এবার মোট বইয়ের চাহিদা ৪৪ লাখ ৪৮ হাজার ৫৯০টি। চাহিদা অনুযায়ী সব বই চট্টগ্রাম নগর ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৌঁছানোর পর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিকের শতভাগ বই বিদ্যালয়ের এলেও মাধ্যমিক মাধ্যমিক স্তরের সব বই এখনও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছায়নি ।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ে এবার ৩ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। মাধ্যমিকে বইয়ের চাহিদা রয়েছে ১ কোটি ৪৬ লাখ। এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখের মতো বই এসেছে। বাকি ২৬ লাখ বই এখনও আসেনি। চলতি মাসেই শতভাগ বই বিদ্যালয়ে পৌঁছে যাবে৷ মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণিতে নতুন কারিকুলাম হওয়ায় এ দুটি শ্রেণির বই পেতে কিছুটা দেরি হচ্ছে।

যোগাযোগ করা হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং অফিসার নুর মোহাম্মদ আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাথমিকের বই চাহিদা অনুযায়ী চলে এসেছে। নতুন বছরের প্রথম দিন কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে অনেক খুশি।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!