নতুন স্বপ্নে এলো নতুন বছর

কুয়াশার চাদর ঠেলে উঠেছে নতুন সূর্য। এসেছে নতুন বছর, ২০২৪। নতুন স্বপ্নে সূচনা হলো নতুন বছরের।

ইংরেজি নতুন বছরও তরুণ প্রজন্মের কাছে বিশেষ দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে চলছে নানা আয়োজন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের নিয়ে, আবার কেউ প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাবেন দূর দিগন্তে। যারা বেড়ানোর সুযোগ পান না তাদের নতুন বছর উদযাপন সীমাবদ্ধ থাকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসআপে শুভেচ্ছা বিনিময়ে।

প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব শেষে এসেছে নতুন বছর ২০২৪। ফেলে আসা ২০২৩ সালে যেমন প্রাপ্তি আছে, তেমিন আছে অপূর্ণতাও। তবে নতুন বছরে আর কেউ প্রাপ্তি-অপূর্ণতা হিসাব নিয়ে বসছেন না। সবাই এখন শুধু বিভোর নতুন স্বপ্নে।

২০২৩ সালে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনে সত্যি হয়েছিল দেশবাসীর দীর্ঘদিনের স্বপ্নের। আবার ২০২৩ সালেই চালু হয়েছে কক্সবাজারে স্বপ্নীল ট্রেন যাত্রা।

চট্টগ্রামের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ফ্লাইওভার যানজটের ভোগান্তি দূর করে অপার স্বস্তি দেবে নগরবাসীকে। এছাড়া বাকলিয়া এক্সেস রোড হওয়ায় খুশি দক্ষিণ চট্টগ্রামের মানুষও। নতুন বছর এমন কিছু স্বপ্নে বিভোর চট্টগ্রামবাসী।

বন্দরের বে টার্মিনাল, মিরসরাই ইকোনমিক জোন, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, সন্দ্বীপে সমুদ্র তলদেশে বিদ্যুৎ লাইন, কালুরঘাট সেতু পুনর্নির্মাণ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন নগরের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে চট্টগ্রাম হয়ে উঠবে মেগা সিটি। এসব মেগা প্রকল্পের অধিকাংশই কাজ শেষ হওয়ার পথে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!