চট্টগ্রামে যুবলীগ নেতাকে খুন করে ভৈরবে পালায় খুনি, সঙ্গে ছিল ছেলে

নগরে মো. হোসেন মান্না হত্যা মামলার অভিযুক্ত আসামি জসিম উদ্দিন ও তাঁর ছেলে মো. রাহাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ রাত সাড়ে ১০টায় পাহাড়তলী থানায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন : চট্টগ্রামে দিনদুপুরে যুবলীগ নেতা খুন, নেপথ্যে উপনির্বাচনের টাকার ভাগ

গ্রেপ্তার জসিম উদ্দিন নগরের সরাইপাড়া ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি এবং ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর ছেলে মো. রাহাত একই মামলায় অভিযুক্ত।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে পাহাড়তলী থানার সরাইপাড়ায় এবতেদায়ি মাদ্রাসার সামনে উপনির্বাচনের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে প্রকাশ্যে মো. হোসেন মান্নাকে ছুরিকাঘাত করে খুন করেন জসিম উদ্দিন। তিনি ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!