চট্টগ্রামে মাদ্রাসার ছাদে গিয়ে উধাও ছাত্র, খালে খুঁজছে ডুবুরি দল

নগরে মো. আলিফ (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। তবে এ নিখোঁজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। স্থানীয় ও পুলিশের শঙ্কা ওই ছাত্র খালে পড়েছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে নগরের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকার আজিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আলিফ (১০) ডিসি রোড এলাকার মো. রাসেলের ছেলে। সে আজিজিয়া মাদ্রাসার হাফেজিয়া বিভাগের ছাত্র।

আরও পড়ুন : চট্টগ্রামে বাসার সামনে নালায় মিলল শিশুর নিথর দেহ

এ বিষয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, মাদ্রাসাছাত্র খালে পড়ার খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের একটি টিম ও আগ্রাবাদ থেকে একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখনও কেউ নিশ্চিত নয় ছেলেটি খালে পড়েছে কিনা। আশঙ্কা থেকে এ অভিযান চালানো হচ্ছে।

যোগাযোগ করা হলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম আলোকিত চট্টগ্রামকে বলেন, সে দুপুরের দিকে মাদ্রাসার ছাদে গিয়ে সেখান থেকে আর নামেনি। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। পরে বিকেলের দিকে বিষয়টি থানায় জানানো হয়। এর আগেও সে মাদ্রাসা থেকে পালিয়েছিল। এবারও পালিয়েছে, নাকি খালে পড়ে নিখোঁজ হয়েছে বোঝা যাচ্ছে না। যেহেতু সে সাততলা থেকে নামেনি। তাই হয়ত পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে খালে পড়েছে বলে ধারনা করছি।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!