চট্টগ্রামে বিদায়ের পথে করোনা

চট্টগ্রামে ‘নিয়ন্ত্রণে’ থাকা করোনা এখন বিদায়ের পথে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫১২ নমুনা পরীক্ষায় মাত্র ১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ১৯ শতাংশ। এদিন মারা যাননি কোনো করোনা রোগী।

এর আগের দুদিন (বৃহস্পতিবার ও শুক্রবার) শনাক্ত হয়েছিল ২ জন করে। ছিল না কোনো মৃত্যু।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় সাফল্যের ধারা অটুট

শনিবার (১৯ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ৯ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১ জন নগরের বাসিন্দা। উপজেলায় শনাক্ত হয়নি কেউ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় ‘বিরাট’ সাফল্য

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে ৯২ হাজার ৭৬ জন নগরের এবং ৩৪ হাজার ৫২৯ জন উপজেলার বাসিন্দা।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন নগরের এবং ৬২৮ জন উপজেলার বাসিন্দা।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!