চট্টগ্রামে করোনায় ‘বিরাট’ সাফল্য

চট্টগ্রামে করোনায় এসেছে ‘বিরাট’ সাফল্য। প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ১ জন। তিনি নগরের বাসিন্দা। মোট ৫৪৮ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পায় হাসপাতালগুলো। আক্রান্তের হার শূন্য দশমিক ১৮ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় ৩ সাফল্য

মঙ্গলবার (১৫ মার্চ) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সু্স্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ জন রোগী। আর বাসায় হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন ১৫০ জন রোগী। এছাড়া বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ২ জন।

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস জানান, চট্টগ্রামে ইতোমধ্যে ভ্যাকসিন নিয়েছেন ৪৭ লাখ ৮৬ হাজার ৩১৯ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭২ লাখ ৫৪ হাজার ৩০১ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ২১ হাজার ১৫২ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৪৪৩ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!