চট্টগ্রামে পাস করল ফেল করা ১৫২ এইচএসসি পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। এতে ফেল থেকে পাস করেছে ১৫২ জন এবং জিপিএ-৫ পেয়েছে আরও ৭৯ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

আরও পড়ুন : চট্টগ্রামে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা, পাসের হার ৭৩.৮১

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএম এম মুজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, এবার ২১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। অনলাইনে গত ২৭ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়।

তিনি বলেন, এবার ফেল থেকে পাস করেছে ১৫২ জন এবং জিপিএ-৫ পেয়েছে আরও ৭৯ জন পরীক্ষার্থী। এছাড়া উত্তরপত্র পরিবর্তিত হয়েছে ৮৮৭ জনের। তবে সিজিপিএ পরিবর্তিত হয়নি ২০৮ পরীক্ষার্থীর।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর সারা দেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ–৫ পায় ৬ হাজার ৩৩৯ পরীক্ষার্থী।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!