চট্টগ্রামে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা, পাসের হার ৭৩.৮১

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৩ দশমিক  ৮১ শতাংশ।  এছাড়া দেশের ১১টি শিক্ষাবোর্ডে চলতি বছর গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

এর আগে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

এদিকে দুপুর পৌনে ৩টায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের  ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমান।

এর আগে সকাল ১১টা থেকেই ফলাফল জানতে পারছেন পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এবার মোট পরীক্ষার্থী ছিল এক লাখ দুই হাজার ৪৬৮ জন, যা গত বছর ছিল ৯৩ হাজার ৮৮৯।

এআইটি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!