চট্টগ্রামে ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবের ফ্রিজে রাখা হয় গরুর মাংস

কর্ণফুলীর কিউর পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড রিসার্চ সেন্টারের ল্যাবে ওষুধ সংরক্ষণের ফ্রিজে মুরগির ও গরুর মাংস পেয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া টেকনোলজিস্ট না থাকায় ল্যাবটির রেডিওলজি ডিপার্টমেন্ট সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মইজ্জ্যেরটেক এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান চালান কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম নাওশেদ রিয়াদ। এ সময় ডা. আশফাক হোসেন, ডা. সরোয়ার কামালসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : রাউজানে বন্ধ হয়ে গেল ২ ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে—প্যাথলজি

এ বিষয়ে ডা. এসএম নাওশেদ রিয়াদ বলেন, অভিযানে কিউর পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড রিসার্চ সেন্টারের ল্যাবে ওষুধ সংরক্ষণের ফ্রিজে মুরগি ও গরুর মাংস পাওয়া যায়। ফলে জীবাণু ছড়িয়ে পড়াটা একদম স্বাভাবিক। তাই অস্বাস্থ্যকর পরিবেশ ও টেকনোলজিস্ট না থাকায় ল্যাবটির রেডিওলজি ডিপার্টমেন্ট সিলগালা করে দেওয়া হয়েছে।

জিইউটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!