চট্টগ্রামে ডাক্তারের জেল, ৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ফটিকছড়িতে অনুমোদনহীন একটি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এসময় ১ জনকে এক সপ্তাহের কারাদণ্ড এবং দুপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে কাজিরহাট বাজারের ভুজপুর জেনারেল হসপিটাল এবং হেঁয়াকো বাজারের হেঁয়াকো ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক ও হেলথ ভিউ এভারকেয়ার ডায়গনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।

আরও পড়ুন: বাঁশখালীতে এক অভিযানেই সিলগালা ৬ হাসপাতাল—ডায়াগনস্টিক সেন্টার

জানা গেছে, অভিযানের সময় হেঁয়াকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. সুমনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া হেঁয়াকো ও কাজিরহাট বাজারের দুটি ফার্মেসি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, অনুমোদন না থাকায় একটি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এছাড়া হেঁয়াকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. সুমনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুটি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এসএমএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!