বাঁশখালীতে এক অভিযানেই সিলগালা ৬ হাসপাতাল—ডায়াগনস্টিক সেন্টার

বাঁশখালীতে লাইসেন্সবিহীন ৬টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান চালান বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুর রহমান মজুমদার।

আরও পড়ুন: উখিয়ায় দুই হাসপাতালের সঙ্গে ডেন্টাল ক্লিনিক সিলগালা

সিলগালা করা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো-জেনারেল হাসপাতাল, ন্যাশানাল হাসপাতাল (প্রা.) লিমিটেড, মামনি ডায়াগনস্টিক সেন্টার, ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, মিনি ল্যাব ও মর্ডান ডায়াগনস্টিক সেন্টার।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান বলেন, লাইসেন্সবিহীন সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পর্যায়ক্রমে বন্ধ করা হবে। আজ (সোমবার) পরিচালিত অভিযানে ২টি হাসপাতাল ও ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।
ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!