চট্টগ্রামে জামানত হারালেন ২ ভাণ্ডারী

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামানতে হারিয়েছেন ২ ভাণ্ডারী। একজন তরিকত ফেডারেশন (বিটিএফ) ও সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, অন্যজন সৈয়দ সাইফুদ্দিন মাইজভাণ্ডারী। আসনিটিতে জামানত হারিয়েছেন আরও ৫ প্রার্থী।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, তরিকত (ফুলের মালা) ও সুপ্রিম পার্টি (একতারা) দুই প্রতীকের একজন ভোট পেয়েছেন ২১৩, অন্যজন ৩ হাজার ১৫১ ভোট। যা সাড়ে ১২ শতাংশের কম।

আরও পড়ুন : সেই মোস্তাফিজুরের জন্য ‘ভয়’ দেখানো কাউন্সিলর গফুরের ৩ বছরের জেল

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, জামানত ফেরত পেতে হলে প্রাপ্ত মোট ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীকে পেতে হবে। তারা সাতজন প্রার্থী সেই পরিমাণ ভোট পাননি। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

ফলাফলের প্রাপ্ত তথ্যে জানা যায়, এ আসনে ১ লাখ ৪৫ হাজার ৫২০ জন ভোটার ভোট দেন। জামানত ফিরে পেতে হলে সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীকে পেতে হতো ১৭ হাজার ৪৬২ ভোট। তবে তিনি পেয়েছেন মাত্র ২১৩ ভোট। এছাড়া সৈয়দ সাইফুদ্দিন মাইজভাণ্ডারী পেয়েছেন ৩ হাজার ১৫১ ভোট। এ আসনের আরও ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। শুধু নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এইচএম আবু তৈয়ব জামানত ফেরত পাবেন। এ আসনে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। তিনি প্রথমবার এমপি নির্বাচিত হলেন।

এসএমএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!