চট্টগ্রামে ছেলেকে কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপাল বিয়েপাগল বাবা

রাউজানে ছেলে রাহুল নন্দীকে (২১) কিরিচ দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে বাবা কল্যাণ নন্দী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর নন্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাহুল নন্দী রাউজান কলেজের এইচএসসি পরীক্ষার ফল প্রত্যাশী।

এদিকে এ ঘটনায় আজ (১৫ নভেম্বর) দুপুরে বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ছেলে রাহুল নন্দী।

বাবাকে মদ, জুয়া ছাড়তে বলায় এমন কাণ্ড ঘটিয়েছে বলে জানান ভুক্তভোগী ছেলে রাহুল নন্দী।

স্থানীয়রা জানায়, কল্যাণ নন্দী মাদকে আসক্ত। নেশার টাকার জন্য ইতিপূর্বে ৭৫ লাখ টাকার জায়গা বেচে দেন। রাহুলের ২ বছর বয়সে তার মা মারা যায়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দুমাস আগে দ্বিতীয় স্ত্রী সোমা নন্দীও মারা যান।

আরও পড়ুন : বাটাখালী ব্রিজে মধ্যরাতে ব্যবসায়ীকে কোপাল ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা

এরপর তৃতীয় বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেন কল্যাণ নন্দী। রাহুল তার বাবাকে মদ, জুয়া ছাড়তে বলায় ক্ষিপ্ত হয়ে কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় সেলাই, ওষুধ, ব্যান্ডেজ দিয়ে সিটি স্ক্যান করার পরামর্শ দেন।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত কল্যান নন্দী পলাতক। তার ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থাানীয় কাউন্সিলর জানে আলম জনি বলেন, রাহুলের মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে জায়গা-জমি বেচে দেন। দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর তৃতীয় বিয়ে করার জন্য বাড়ি-ভিটের জায়গা জমি বেচে চলে যাওয়ার চেষ্টা করছিল। এর জের ধরে ছেলেকে কুপিয়েছে বলে জেনেছি।

যোগাযোগ করা হলে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি বাইরে আছি, থানায় গেলে বিস্তারিত জানাতে পারব।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!