চট্টগ্রামে করোনা : সপ্তাহজুড়ে আশার চিত্র

চট্টগ্রামে করোনায় সপ্তাহজুড়ে দেখা গেছে আশার চিত্র। গত এক সপ্তাহে করোনায় ছিল না কোনো আহাজারি। আবার লাগাম টানা গেছে শনাক্তেও।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর দুসংবাদ পাওয়া যায়নি। এক সপ্তাহ ধরে এমন মৃত্যুশূন্য দিন কাটাচ্ছে চট্টগ্রাম।

রোববার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।

পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.৪৮ শতাংশ। শনাক্তদের ৪ জন নগরের এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : রেকর্ড বাড়ল, শনাক্তও

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সবমিলিয়ে জেলায় মোট শনাক্ত এক লাখ দুই হাজার ২৬৭ জন। এদিকে সপ্তাহজুড়ে বাড়েনি মৃত্যুর তালিকা। করোনায় মারা যাওয়া ১ হাজার ৩২৫ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!